প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২১, ০৪:৫২ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ঝুমা রানীর
(১৯) মৃত্যু হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) সকাল
সাড়ে ৬টায় শেখ হাসিনা বার্ন
অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিওতে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
বিষয়টি
নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ
(ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া।
তিনি
জানান, শুক্রবার (১২ নভেম্বর) সকালের
দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা লালখার মোড় গ্যাস লিকেজ
থেকে বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই
একজন মারা যায়। এ
ঘটনায় দগ্ধ অবস্থায় ৬
জনকে শেখ হাসিনা বার্ন
অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। সেখানে
প্রাথমিক চিকিৎসা নিয়ে সেদিনই চারজন চলে যান। কিন্তু
গুরুতর আহত ২ নারী
হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। এদের মধ্যে তুলসী রানীর (৬০) ২৫% শতাংশ
ও ঝুমা রানী (১৯)
৫০% শতাংশ পুড়ে যায়। চিকিৎসাধীন
অবস্থায় আজ ঝুমা রানীর
নামে বার্নের আইসিওতে মারা যান। তার
মৃতদেহ বার্ন ইউনিটের মর্গে রাখা হয়েছে। বিষয়টি
সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
নূর/ডাকুয়া