• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

গুলশানে বহুতল ভবনে আগুন

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২১, ০৬:৫৩ পিএম

গুলশানে বহুতল ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশান এলাকায় বহুতল ভবন ‘শান্তা টাওয়ার’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স মিডিয়া কর্মকর্তা মো. রায়হান।

তিনি বলেন, শনিবার (১৩ নভেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পাই। পরবর্তী সময়ে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, শান্তা টাওয়ারের বেজমেন্টে আগুন লেগেছিল। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানতে পারেনি ফায়ার সার্ভিস কর্মকর্তারা। এতে কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি। পরে বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

নূর/ডাকুয়া

আর্কাইভ