• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

বাবা-মায়ের সঙ্গে ঝগড়া : স্কুলছাত্রীর ‘আত্মহত্যা’

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২১, ০৬:৩১ পিএম

বাবা-মায়ের সঙ্গে ঝগড়া : স্কুলছাত্রীর ‘আত্মহত্যা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশানে একটি ১২তলা ভবনের দশতলা থেকে লাফিয়ে পড়ে সানা রেজওয়ান সেলিম (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে গুলশান-২, ৪১ নম্বর রোডের ৪৮/১ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

শনিবার ভোরে (১৩ নভেম্বর) মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

গুলশান থানার ডিউটি অফিসার শিল্পী আক্তার জানান, ১২তলা ভবনের ১০তলাতে বাবা-মায়ের সঙ্গে থাকত সানা। তার বাবা গার্মেন্টস ব্যবসায়ী রেজওয়ান সেলিম। সানা উত্তরার সানবীমস স্কুলের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ত।

শিল্পী আক্তার আরও জানান, গত রাতে বাবা-মায়ের সঙ্গে ঝগড়া হয় তার। এ কারণে অভিমান করে ১০তলার বারান্দা থেকে লাফিয়ে নিচে পড়ে সানা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ভোর সাড়ে চারটার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের ফুফু বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। বিষয়টি বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

জেডআই/ডাকুয়া

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ