• ঢাকা বুধবার
    ০১ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩১

ঢাকা-টাঙ্গাইল ডাবল রেললাইন করা হবে : রেলমন্ত্রী

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১, ০৬:৪৯ পিএম

ঢাকা-টাঙ্গাইল ডাবল রেললাইন করা হবে : রেলমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, শিগগিরই ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত ডাবল রেললাইন করা হবে। বঙ্গবন্ধু রেল সেতুর কাজ শেষ হওয়ার পরে কাজ ধরা হবে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনের প্লাটফর্ম কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অতিদ্রুত বঙ্গবন্ধু রেল সেতুর কাজ শেষ হবে, আর শেষ হলেই ঢাকা থেকে উত্তরবঙ্গের সকল রেললাইন ডাবল করা হবে। যাতে করে দুই লাইনে রেল চলাচল করতে পারে। সাধারণ মানুষ এখন রেলের প্রতি বেশি আগ্রহী। যাতে করে রেলে বেশি যাতায়াত করে সেই দিকে নজর দেয়া হবে। রেললাইনে কেউ পাথর নিক্ষেপ যেন না করে সে দিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ছানোয়ার হোসেন, মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজাসহ আরও অনেকে।

নূর/ডাকুয়া

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ