• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

করোনায় ২৪ ঘণ্টায় আরও ২৬ মৃত্যু, শনাক্ত ১৫০৪

প্রকাশিত: মে ২১, ২০২১, ০৪:২৩ পিএম

করোনায় ২৪ ঘণ্টায় আরও ২৬ মৃত্যু, শনাক্ত ১৫০৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এদিকে নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৫০৪ জন। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, শুক্রবার (২১ মে) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন হয়েছে। এ ছাড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ১২ হাজার ৩১০ জন হয়েছে।

সরকারি হিসাব মতে, আক্রান্তদের মধ্যে এক দিনে আরও ১ হাজার ৫২৯ জন সুস্থ হয়ে ওঠায় তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৯ হাজার ৩৯ জন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ৮ মার্চ, ২০২০ সালে। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। 

বিআর/এএমকে/২১ মে/২০২১
আর্কাইভ