প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১, ০১:১৪ এএম
প্রাণঘাতী
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে
দেশে আরও দুইজনের
প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশে
করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯০৬
জনে। একই সময়ে করোনা শনাক্ত
হয়েছেন ২৩৫ জন। এ
পর্যন্ত মোট শনাক্ত রোগীর
সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১
হাজার ৬৬৯ জনে।
বুধবার
(১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক
নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
হয়েছে।
এতে
বলা হয়েছে, এক দিনে করোনা
থেকে সুস্থ হয়েছেন ২৭১ জন। এ
পর্যন্ত মোট সুস্থ হয়েছেন
১৫ লাখ ৩৫ হাজার
৬৬১ জন। একই সময়ে
১৮ হাজার ২৩ জনের নমুনা
সংগ্রহ করা হয়। পরীক্ষা
করা হয় ১৭ হাজার
৯৮৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক
৩১ শতাংশ।
এ
পর্যন্ত মোট ১ কোটি
৫ লাখ ২৫ হাজার
৯২৯টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক
৯৩ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার
হার ৯৭ দশমিক ৭১
শতাংশ এবং মৃত্যুহার ১
দশমিক ৭৮ শতাংশ।
গত
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে
পুরুষ একজন, নারী একজন। তাদের বয়স
৭১ থেকে ৮০ বছরের
মধ্যে।
নূর/এম. জামান