• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

করোনার ২০ লাখ টিকা উপহার দেবে ফ্রান্স

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১, ০৭:২০ পিএম

করোনার ২০ লাখ টিকা উপহার দেবে ফ্রান্স

সিটি নিউজ ডেস্ক

বাংলাদেশকে করোনাভাইরাসের ২০ লাখ টিকা উপহার দেয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। বুধবার (১০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ফ্রান্সে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ফ্রান্সের পক্ষ থেকে বাংলাদেশকে ২০ লাখ টিকা উপহারের ঘোষণা দেয়া হয়।

মঙ্গলবার ( নভেম্বর) দুপুরে প্যারিস সফরের প্রথম দিনে এলিসি প্রাসাদে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাসাদে পৌঁছলে প্রেসিডেন্সিয়াল গার্ডরা প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেন। এরপর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দফা ছবি তোলেন। পরে দুই নেতা এলিজি প্রাসাদে একসঙ্গে মধ্যাহ্নভোজ এবং বৈঠক করেন।

নূর/এম. জামান

আর্কাইভ