প্রকাশিত: নভেম্বর ৯, ২০২১, ১২:৩৯ এএম
প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে
দেশে গত ২৪ ঘণ্টায়
আরও ৬ জনের প্রাণহানি
হয়েছে। এ নিয়ে প্রাণহানির
সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯০১
জনে।
সোমবার
(৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা
স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো
হয়।
এতে
বলা হয়, গত ২৪
ঘণ্টায় ১৬ হাজার ৮১২
জনের নমুনা পরীক্ষা করা হলে ২১৫
জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে
দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫
লাখ ৭১ হাজার ২২৮
জনে। যেখানে শনাক্তের হার ১ দশমিক
২৮ শতাংশ। এক দিনে নতুন করে সুস্থ
হয়েছেন ২০৯ জন। এ
নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর
সংখ্যা ১৫ লাখ ৩৫
হাজার ৩৪ জন।
মারা
যাওয়া ৬ জনের মধ্যে
৯১ থেকে ১০০ বছরের
মধ্যে একজন, ৭১ থেকে ৮০
বছরের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০
বছরের দুইজন ও ২১ থেকে
৩০ বছরের মধ্যে একজন রয়েছে। এদের
মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী।
মারা
যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগে চারজন,
খুলনা বিভাগে দুইজন রয়েছেন।
দেশে
গত বছরের ৮ মার্চ প্রথম
করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর
১০ দিন পর ১৮
মার্চ এ ভাইরাসে আক্রান্ত
হয়ে প্রথম রোগীর মৃত্যু হয়।
নূর/এম. জামান