প্রকাশিত: মে ২০, ২০২১, ০৫:৪৪ পিএম
প্রাণঘাতী
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে
দেশে গত ২৪ ঘণ্টায়
আরও ৩৬ জনের মৃত্যু
হয়েছে। এ নিয়ে মোট
মৃত্যু হয়েছে ১২ হাজার ২৮৪
জনের। একই সময়ে ভাইরাসটিতে
নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৫৭
জন। এতে মোট শনাক্তের
সংখ্যা বেড়ে দাঁড়াল ৭
লাখ ৮৫ হাজার ১৯৪
জনে।
বৃহস্পতিবার
(২০ মে) স্বাস্থ্য অধিদফতরের
সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
হয়।
বিজ্ঞপ্তিতে
বলা হয়- গত
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন
১ হাজার ৩৭৮ জন। এ
নিয়ে এখন পর্যন্ত সুস্থ
হলেন সাত লাখ ২৭
হাজার ৫১০ জন।
নতুন
৩৬ জন মৃত্যুবরণকারীর মধ্যে
পুরুষ ২৬ জন ও
নারী ১০ জন। এ
পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ৮৮৪
জন ও নারী ৩
হাজার ৪০০ জন। এ
ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০
বছরের মধ্যে ২ জন, ৩১
থেকে ৪০ বছরের মধ্যে
১ জন, ৪১ থেকে
৫০ বছরের মধ্যে ৫ জন, ৫১
থেকে ৬০ বছরের মধ্যে
৯ জন ও ষাটোর্ধ্ব
১৯ জন রয়েছেন।
গত
বছরের ৮ মার্চ দেশে
প্রথম করোনা রোগী শনাক্ত হয়।
এর ১০ দিন পর
১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক
মাস ধরে টানা মৃত্যু
ও শনাক্ত ঊর্ধ্বগতিতে থাকার পর বছর শেষে
কয়েক মাস ক্রমান্বয়ে কমতে
থাকে।
চলতি
বছরের শুরুতে করোনায় মৃত্যু ও শনাক্ত অনেকটা
কমে আসে। তবে গত
মার্চ মাস থেকে মৃত্যু
ও শনাক্ত আবার বাড়তে থাকে।
বিশেষজ্ঞরা এটাকে করোনার দ্বিতীয় ঢেউ বলছেন।
নূর/এম. জামান