• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

ঢাবির দুই ভিসির বিরুদ্ধে হাইকোর্টের রুল

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১, ০৮:৪০ পিএম

ঢাবির দুই ভিসির বিরুদ্ধে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি ড. আখতারুজ্জামান ও সাবেক ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিকসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার (৩ নভেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেছেন।

অপর দুইজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার মো. রেজাউল রহমান, বর্তমান রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার।

আদালতের নির্দেশনা থাকার পরও ঢাবি শিক্ষক আয়েশা মাহমুদাকে মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে সব ধরনের সুযোগ-সুবিধা না দেওয়া এবং আদেশ যথাযথভাবে পালন না করায় এ রুল জারি করেন আদালত।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আছরারুল হক, সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আমিনুর রহমান চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

জেডআই/এম. জামান

আর্কাইভ