প্রকাশিত: মে ১৯, ২০২১, ০৭:৪২ পিএম
বঙ্গমাতা
বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদকের জন্য ড্রয়িং-ডিজাইন
আহ্বান করা হয়েছে। শ্রেষ্ঠ
নির্বাচিত ডিজাইনারকে উপযুক্ত সম্মানী দেয়া হবে। বুধবার
(১৯ মে) মহিলা ও
শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে
বলা হয়েছে, মহিলা ও শিশু বিষয়ক
মন্ত্রণালয়ের উদ্যোগে রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া, সমাজসেবা,
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, গবেষণা
এবং কৃষি ও পল্লী
উন্নয়নে বিশেষ অবদানের জন্য জাতীয় স্বীকৃতিস্বরূপ
পাঁচজন বাংলাদেশি নারীকে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব
পদক-২০২১’ দেয়া হবে।
এতে
বলা হয়েছে, পদকের সম্মুখভাগের ওপর বঙ্গমাতা বেগম
ফজিলাতুন্নেছা মুজিব পদক এবং নিচে
বাংলাদেশ শব্দটি স্পষ্ট আকারে লেখা থাকবে। মধ্যাংশে
পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, শাপলার
দুই পাশে দুটি ধানের
শীষ ও উপরে সংযুক্ত
৩টি পাটপাতা ও পাটপাতার দুই
পাশে দুটি করে চারটি
তারকা থাকবে।
পদকের
পেছনের অংশে উপরে ছোট
বৃত্তে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের
প্রতিকৃতি, প্রতিকৃতির বাম পার্শ্বে খ্রিষ্টাব্দ
এবং ডান পার্শ্বে বঙ্গাব্দ
গ্রথিত থাকবে। এর নিচে পদকের
জন্য মনোনীত নারীর নাম এবং অবদানের
ক্ষেত্র গ্রথিত থাকবে।
পদকের
রেপ্লিকার সামনে ও পেছনে পদকের
অনুরূপ লেখা, ডিজাইন ও প্রতিকৃতি থাকবে।
মূল স্বর্ণপদকের পরিধি হবে ৪৫ মিলিমিটার
এবং রিংয়ের মাপ হবে ৩০
মিলিমিটার। রেপ্লিকার পরিধি হবে ৩৫ মিলিমিটার
ও রিংয়ের মাপ হবে ২৫
মিলিমিটার।
আগ্রহী
ডিজাইনারদের আগামী ৩১ মে ২০২১
তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, জাতীয় মহিলা সংস্থা, ১৪৫ নিউ বেইলি
রোড, ঢাকা-এর কার্যালয়ে
দাখিলের জন্য অনুরোধ করা
হয়েছে।
তরিকুল/সিআর/এম. জামান