• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

রামপুরায় ছুরিকাঘাতে আহত সেই যুবকের মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১, ০৯:২২ পিএম

রামপুরায় ছুরিকাঘাতে আহত সেই যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর রামপুরা বউবাজার এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে আহত আলমগীর হোসেন (৩২) মারা গেছেন। শুক্রবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়।

শনিবার (৩০ অক্টোবর) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম।

তিনি জানান, ২৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বউবাজার বরফগলিতে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসকেরা তাকে হৃদরোগ ইনস্টিটিউটে পাঠিয়ে দেয়। সেখানে আলমগীরের অবস্থার অবনতি হলে আবারও ঢামেকের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলমগীরকে হাসপাতালে নিয়ে আসা মো. নয়ন খান বলেন, আলমগীরের বাসা রামপুরা বউবাজার আদর্শ গলিতে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। 

আলমগীরের স্ত্রী মিতু বেগম বলেন, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ কোতোয়ালির চড়শিকদার গ্রামে। তিনি আতশ আলীর ছেলে। আলমগীর রাজমিস্ত্রির কাজ করত। এ ছাড়া সিএনজি-চালিত অটোরিকশাও চালাত। 

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নিহত আলমগীর সোর্সের কাজ করত। জানতে পারছি লিমন নামে একজনকে ধরিয়ে দিয়েছিল। সেই জেল থেকে বের হয়ে আলমগীরকে হত্যা করেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নূর/এএমকে/এম. জামান

আর্কাইভ