প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১, ০৭:২৮ পিএম
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের
স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে ১৭টি ফাইল হারিয়ে গেছে। ফাইলগুলো কে সরিয়েছে সে সম্পর্কে
এখনও কেউ নিশ্চিত হতে পারেনি।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাজধানীর
শাহবাগ থানায় এ নিয়ে একটি সাধারণ ডায়েরি করেছে মন্ত্রণালয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার।
শনিবার (৩০ অক্টোবর) তিনি বলেন,
'ফাইল হারিয়ে যাওয়া নিয়ে বৃহস্পতিবার একটি জিডি হয়েছে। আজ (শনিবার) সচিবালয় বন্ধ।
আগামীকাল (রোববার) থেকে তদন্ত শুরু হবে।'
এ ঘটনায় বৃহস্পতিবারই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ সুপার মো কামরুজ্জামানের নেতৃত্বে ক্রাইম সিন ইউনিট সচিবালয়ে পরিদর্শন করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশ
সচিবালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) শাহাদৎ
হোসাইনের কক্ষের পাশের ঘর থেকে নথিগুলো হারিয়ে যায়। সেই ঘরে ক্রয় ও সংগ্রহ শাখা-২-এর
সাঁট মুদ্রাক্ষরিক ও কম্পিউটার অপারেটর মো. জোসেফ সরদার এবং আয়েশা সিদ্দিকা। ফাইলগুলো
এই দুই কর্মীর কেবিনেটে ছিল।
যে নথিগুলো হারিয়ে গেছে সেগুলোর
সিংহভাগই স্বাস্থ্য শিক্ষা বিভাগের অধীন বিভিন্ন মেডিকেল কলেজ ও বিভাগের কেনাকাটা সম্পর্কিত।
নূর/এএমকে/ডাকুয়া