• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

৪৩তম বিসিএসে বেশি অনুপস্থিতির কারণ জানালেন চেয়ারম্যান

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১, ০৭:১৯ পিএম

৪৩তম বিসিএসে বেশি অনুপস্থিতির কারণ জানালেন চেয়ারম্যান

সিটি নিউজ ডেস্ক

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত এই পরীক্ষায় সাড়ে লাখ আবেদনকারী থেকে প্রায় সোয়া লাখ প্রার্থী পরীক্ষায় অংশ নেননি। এর কারণ জানালেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।

শনিবার (৩০ অক্টোবর) তিনি জানান, অবশ্যই বিসিএস গুরুত্বপূর্ণ পরীক্ষা। এটিকে বাদ দিয়ে প্রার্থীরা অন্য পরীক্ষায় স্বাভাবিকভাবে যেতে চান না। তবে অনেকের কাঙ্ক্ষিত প্রস্তুতি থাকে না। ফলে একটি অংশ আসেন না। প্রতিবারই এমন একটি অংশ থাকেন।

পিএসসির সর্বশেষ তথ্যমতে, ৪৩তম বিসিএসে আবেদন করেছিলেন লাখ ৪২ হাজার ৮৩২ জন। এর মধ্যে লাখ ২১ হাজার ২৬০ জন শুক্রবার পরীক্ষা দিতে আসেননি। বিসিএসে সংখ্যার হিসাবে সর্বোচ্চ অনুপস্থিতির রেকর্ড এটি।

৪১তম বিসিএসে অনুপস্থিত ছিলেন৯৯ হাজার ৬০৬ জন প্রার্থী। ৪০তম বিসিএসে অনুপস্থিত ছিলেন ৮৩ হাজার ৪৩৮ জন।

তবে এদিন আরও ১৬ নিয়োগ পরীক্ষা ছিল। অনেকে বিসিএসের কারণে ওসব পরীক্ষায় প্রতিযোগী কম থাকবে ভেবে অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

নূর/ডাকুয়া

আর্কাইভ