• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ৩০৫

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১, ১২:০৭ এএম

করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ৩০৫

সিটি নিউজ ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩০৫ জনের এবং সুস্থ হয়েছেন ২৭১ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মারা গেছেন ২৭ হাজার ৮৫৪ জন, মোট শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৯ হাজার ১৬২ জন এবং মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩২ হাজার ৯৬৬ জন।

শুক্রবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৬০৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় ১৯ হাজার ৮১১টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৭১ শতাংশ। এ পর্যন্ত মোট ১ কোটি ৩ লাখ ১৯ হাজার ৪০৪ টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ২১ শতাংশ।

প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ জন, নারী ৩ জন। এর মধ্যে ঢাকায় ৩, চট্টগ্রামে ১ রাজশাহীতে ১, খুলনায় ১ ও বরিশালে ১ জনের মৃত্যু হয়েছে। 

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

টিআর/ডাকুয়া

আর্কাইভ