• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

একদিনে সারাদেশে ৫৭ লাখ ডোজ টিকাদান

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২১, ০৮:১০ এএম

একদিনে সারাদেশে ৫৭ লাখ ডোজ টিকাদান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনা ভাইরাস সংক্রমণরোধে দ্বিতীয় ধাপে দেশে গণটিকাদান কর্মসূচি চলমান। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাজধানীসহ সারাদেশে সর্বমোট (গণ ও নিয়মিত মিলিয়ে) ৫৬ লাখ ৯১ হাজার ৮২৮ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ৪৭ হাজার ২৬২ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৪ লাখ ৪৪ হাজার ১৬৬ জন।

এ নিয়ে দেশে মোট টিকা নেওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৮২ লাখ ৯২ হাজার ৯২৭ জনে। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা ৪ কোটি ১৫ লাখ ১৬ হাজার ৪৭২ জন। আর দ্বিতীয় ডোজ গ্রহণকারীর সংখ্যা ২ কোটি ৬৭ লাখ ৭৬ হাজার ৪৫৫ জন।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তির পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষর করেন।

গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজের টিকা নেওয়া ২ লাখ ৪৭ হাজার ২৬২ জনের মধ্যে ১ লাখ ২১ হাজার ৯৬২ জন পুরুষ। নারী রয়েছেন ১ লাখ ২৫ হাজার ৭০০ জন। দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারী ৫৪ লাখ ৪৪ হাজার ১৬৬ জনের মধ্যে পুরুষ ২৬ লাখ ৬১৪ জন। আর নারী ২৮ লাখ ৪৩ হাজার ৫৫২ জন।

দেশে বর্তমানে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, সিনোফার্ম ও মর্ডানাসহ মোট চার ধরনের টিকাদান কার্যক্রম চলছে। ২৮ অক্টোবর পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ৩৯ লাখ ১২ হাজার ৫৪১ ডোজ, ফাইজারের ৭ লাখ ৩৪ হাজার ৮৫৯ ডোজ, সিনোফার্মের ৪ কোটি ৮৪ লাখ ২৭ হাজার ৮৫০ ডোজ এবং মডার্নার ৫২ লাখ ১৭ হাজার ৬৭৭ ডোজ টিকা দেওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের ২৭ জানুয়ারি করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয় দেশে। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

ইফাত

আর্কাইভ