• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

২ মাসের মধ্যে ই-কমার্স প্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশন করতে হবে

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২১, ১১:৪৯ পিএম

২ মাসের মধ্যে ই-কমার্স প্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশন করতে হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে পণ্য না দেওয়ায় এই মুহূর্তে ব্যাপক আলোচনায় ই-কমার্স প্রতিষ্ঠানগুলো। এর মধ্যেই মন্ত্রিসভা থেকে এমন নির্দেশ দেওয়া হলো, দুই মাসের মধ্যে রেজিস্ট্রেশন নিতে হবে সব ই-কমার্স প্রতিষ্ঠানকে। সেই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে ডিপোজিটরাখতে হবে বাংলাদেশ ব্যাংকে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

বৈঠকের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি গণভবন থেকে যুক্ত ছিলেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘আজকের বৈঠকে ইভ্যালি বা ই-কমার্স নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে উনারা (বাণিজ্য মন্ত্রণালয়) সিদ্ধান্ত নিয়েছেন, আমরা নিজেরাও বসেছিলাম। আগামী দুই মাসের মধ্যে একটি প্রিসাইজ প্রোগ্রাম করে যারা যারা এজাতীয় ই-কমার্সের সঙ্গে জড়িত থাকবে, তাদের সবাইকে রেজিস্ট্রেশন নিতে হবে।

একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকে তাদের একটি ডিপোজিট রাখতে হবে। যাতে কিছু হলে সেই ডিপোজিট থেকে সবার টাকা দেওয়া যায়’- যোগ করেন তিনি।

এ বিষয়ে অনিয়ম রোধে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ সংশ্লিষ্ট অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলোকে নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ‘পাশাপাশি ব্যাপক ক্যাম্পেইনের নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে মানুষকে বোঝানোর জন্য ব্যাপকভাবে প্রচার চালানো... এই যে আমরা লিস্ট দিয়ে দিচ্ছি, ডিজিটাল প্ল্যাটফর্মে এই প্রতিষ্ঠানগুলো সরকারের অথোরাইজড। সুতরাং কেউ এর বাইরে কারও সঙ্গে লেনদেন করবেন না। যদি করেন সেটা আপনার নিজ দায়িত্ব।

জেডআই/এম. জামান

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ