• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়!

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২১, ০৭:২২ পিএম

রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শুরু হওয়া গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে আজ। রাজধানীর দুই সিটি করপারেশন এলাকায় মোট ১৩২ কেন্দ্রে দেওয়া হচ্ছে টিকা। প্রতিটি কেন্দ্রে এক হাজার মানুষকে টিকা দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৮টা থেকে কেন্দ্রগুলোতে টিকা দেওয়া শুরু হয়েছে। বিভিন্ন টিকা কেন্দ্র ঘুরে টিকাগ্রহীতাদের ব্যাপক ভিড় লক্ষ করা গেছে। লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছে মানুষ। সেখানে কোথাও কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি।

খিলগাঁও ৩২৫, দক্ষিণ গোড়ান নগর স্বাস্থ্যকেন্দ্র-২-এ গিয়ে মানুষের ভিড় দেখা যায়। কথা হয় ওই কেন্দ্রের দায়িত্বে থাকা একজন স্বেচ্ছাসেবকের সঙ্গে। তিনি বলেন, ‘যারা ২৮ সেপ্টেম্বর টিকার প্রথম ডোজ নিয়েছেন আজ তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। তাদের সবাইকে মোবাইল ফোনে এসএমএস দেওয়া হয়েছে। আমরা কার্ড গ্রহণ করে টিকা দিয়ে দিচ্ছি। টিকা নেওয়ার পর সবার জন্য কিছুক্ষণ বিশ্রামের ব্যবস্থাও রাখা হয়েছে।’

একই চিত্র দেখা গেছে সিপাহীবাগের নগর স্বাস্থ্যকেন্দ্রে। এই কেন্দ্রেও মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। সিটি করপোরেশন জানিয়েছে, যারা প্রথম ডোজ নিয়েছেন তাদের আজ তারাই দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে।

জানতে চাইলে দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বলেন, ‘আমাদের ৭৫টি ওয়ার্ডে একযোগে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। প্রতিটি কেন্দ্রে সকাল ৮টা থেকে টিকা দেওয়া শুরু হয়েছে। স্বাস্থ্যকর্মীরা যাতে সুন্দর ও সুশৃঙ্খলাভাবে টিকা নিতে পারে সেই নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রথম পর্যায়ে ১৫ হাজার ৮৭৫ জন পুরুষ এবং ১২ হাজার ৮২৭ জন নারীসহ মোট ২৮ হাজার ৭০২ জনকে টিকা দেওয়া হয়েছে। আজ তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে।’

অপরদিকে, উত্তর সিটির ৫৪টি কেন্দ্রের পাশাপাশি আরও তিনটি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। সংস্থাটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান বলেন, ‘আমাদের ৫৪টি কেন্দ্রের পাশাপাশি আরও তিনটি কেন্দ্রে গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। এর পরও যদি কেউ বাকি থাকে তাদের আমরা চারটা পর্যন্ত টিকা দেবো। তার পরও বাকি থাকলে তাদের জন্য আগামী শনিবার টিকার ব্যবস্থা করব।’

তিনি আরও বলেন, ‘আমি কেন্দ্রগুলো পরিদর্শন করছি। কোথাও কোনও বিশৃঙ্খলা হয়নি। সবাই লাইনে দাঁড়িয়ে সুন্দরভাবে টিকা গ্রহণ করছেন।’

এস/এম. জামান

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ