• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

৬০ টনের হামজাকে দিয়ে হাজার টনের ফেরি উদ্ধারের চেষ্টা

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২১, ০৩:৫০ এএম

৬০ টনের হামজাকে দিয়ে হাজার টনের ফেরি উদ্ধারের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটে যানবাহনসহ আমানত শাহ নামের একটি রো রো ফেরি ডুবে গেছে। পানিসহ হাজার টন ওজনের এই ফেরি উদ্ধারের জন্য এরই মধ্যে সেখানে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ হামজা। যার ওজন ৬০ টন। এটি দিয়ে কীভাবে ফেরিটিকে উদ্ধার করা যায় সে বিষয়ে পরিকল্পনা করছেন কর্মকর্তারা।

বুধবার (২৭ অক্টোবর) সকালে পদ্মায় কাত হয়ে উল্টে যায় শাহ আমানত। এরপরই তাকে উদ্ধারে হামজাকে আনা হয়। বিআইডব্লিউটিএ’র  ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুরুল আলম বলেন, ‘ফেরিটির ভেতরে পানি ঢুকে এটির ওজন হাজার টনের বেশি দাঁড়িয়েছে বলে ধারণা করা যায়। কিন্তু হামজার সক্ষমতা মাত্র ৬০ টন। হামজাকে দিয়ে কীভাবে ফেরিটিকে উদ্ধার করা যাবে সে বিষয়ে আলোচনা চলছে।

নুরুল আলম আরও বলেন, ‘দুর্ঘটনার পরপরই আরিচা ঘাট থেকে উদ্ধারকারী জাহাজ হামজাকে ঘটনাস্থলে পাঠানো হয়। বিকেল ৪টা পর্যন্ত হামজা দুটি ট্রাক টেনে তুলতে সক্ষম হয়। কিন্তু মূল সমস্যাটা হচ্ছে ফেরিটিকে উদ্ধার করা।

বিআইডব্লিউটিএর এই কর্মকর্তা জানান, ডুবে থাকা ট্রাকগুলোকে শনাক্ত করা গেছে। ট্রাকগুলোতে দড়ি বাঁধার কাজ চলছে। এর মধ্যে দুটি ট্রাক টেনে তোলা হয়েছে হামজাকে দিয়ে। উদ্ধার অভিযান দীর্ঘতর হতে পারে জানান তিনি।

এ দিকে ফেরি উল্টে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা নিখোঁজের কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে ফেরির ভেতরে থাকা যানবাহনগুলোতে তল্লাশি চালানো হচ্ছে বলে জানান বিআইডব্লিউটিএ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

পুলিশ ও বিআইডব্লিউটিসি’র কর্মকর্তারা জানিয়েছেন, ফেরিতে ১৭টি পণ্যবাহী ট্রাক ছাড়াও কয়েকটি মোটরসাইকেল ও প্রাইভেট কার ছিল। ঘাটে আসার পর ফেরি থেকে কয়েকটি গাড়ি নামলেও বাকিগুলো ফেরির সঙ্গেই ডুবে যায়। পরে কয়েকটি ট্রাক ও ভ্যানকে নদীতে ভাসতে দেখা যায়।

জেডআই/এম. জামান

আর্কাইভ