প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ০৩:৩১ এএম
বিয়ে হয়েছে ১৯
বছর। এখনও হয়নি কোনো সন্তান। এ নিয়ে প্রায়শই তিরস্কার শুনতে হয় স্বজনদের।
অবশেষে এই অপমান সহ্য করতে না পেরে বাসার ছাদ থেকে লাফিয়ে মৃত্যুকেই বেছে নিলেন
তিনি। নিহত নারীর নাম নাসরিন আক্তার। তিনি রাজধানীর লালবাগ এলাকার মো. জাফরের
স্ত্রী।
মঙ্গলবার (২৬
অক্টোবর) বেলা সাড়ে তিনটার দিকে তিনি নিজেদের তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন।
গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। বিকেল সোয়া চারটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাসরিন আক্তারের
মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী
উপ-পরিদর্শক আবদুল খান।
ঘটনার সময়
স্বামী জাফর বাসায় ঘুমিয়ে ছিলেন। তিনি নীলক্ষেতের একটি পেট্রলপাম্পে চাকরি করেন
বলে জানা গেছে।
মো. জাফর বলেন,
‘আমি
ঘুমাচ্ছিলাম। পরে খবর পাই নাসরিন পড়ে গেছে। ও বেশ কিছুদিন ধরে বিষণ্নতায় ভুগছিল।
ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। শুধু বলত, ও আর বাঁচবে
না।’
নাসরিনের আরেক
আত্মীয় বলেন, ১৯ বছর ধরে নাসরিনের সন্তান হচ্ছিল না। অনেকে
অনেক কথা বলত। এসব নিয়ে খুব মন খারাপ করতেন নাসরিন।
লালবাগ থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মোরশেদ বলেন, ৯৯৯–এ ফোন পেয়ে
তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। নাসরিনের স্বামী ওই সময় বাসায় ছিলেন না। তিনি হাসপাতালে
ছিলেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে, নাসরিন আত্মহত্যা করেছেন। মৃত্যুর কারণ
নিশ্চিত হতে ময়নাতদন্ত করা হচ্ছে।
এস/ডাকুয়া