• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

ছাড় পাচ্ছেন না সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরা

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১, ১১:১৫ পিএম

ছাড় পাচ্ছেন না সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরা

সফিকুল ইসলাম সবুজ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একই সমাজে বাস করেন। একে অন্যের বিপদেও সহযোগিতার হাত বাড়ান। কাঁধে কাঁধ মিলিয়ে পালন করেন একে অন্যের ধর্মীয় উৎসব। কিন্তু অতি সম্প্রতি কুমিল্লার পূজামণ্ডপে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে দেশের বেশ কিছু এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির ঘাটতি দেখা দেয়। বিচ্ছিন্ন এই ঘটনায় দেশের কিছু স্থানে হিন্দুদের মন্দির ও পূজামণ্ডপে হামলা চালায় মুসলিম ধর্মের অনুসারীরা। চালায় ভাঙচুর, আগুন দেয় হিন্দু অধ্যুষিত জেলেপল্লিতে।

দৃশ্যমান এসব ঘটনার পেছনে রয়েছে বড় ধরনের চক্রান্ত। তদন্তে এমনটাই জানতে পেরেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসব ঘটনায় সরকারি হিসাব অনুযায়ী সারা দেশে এখন পর্যন্ত ২০ হাজার ৬১৯ জনকে অভিযুক্ত করে মোট ১০২টি মামলা দায়ের হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ছয় শতাধিক আসামিকে।

গ্রেফতারকৃতদের মধ্যে অনেকেই ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেই জবানবন্দিতে বের হয়ে এসেছে ইন্ধনদাতা বেশ কিছু রাঘব-বোয়ালের নাম। তাদের খুব শিগগিরই আইনের আওতায় আনা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরা বিন্দু পরিমাণ ছাড় পাবেন না বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সূত্র।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, রংপুর ও নোয়াখালীর ঘটনায় ইন্ধনদাতাদের নাম বলেছে গ্রেফতার হওয়ারা। ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তারা এসব নাম জানিয়েছেন। তবে আমরা শতভাগ নিশ্চিত হয়ে আপনাদের সামনে নাম প্রকাশ করব। শিগগিরই সেই ইন্ধনদাতাদের নাম প্রকাশ করা হবে।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখতেন। তিনি বলে গেছেন, এ দেশ সবার, এ দেশে ধর্ম নিয়ে বৈষম্য হবে না। এ দেশ হবে ধর্ম নিরপেক্ষ। আমরা সে আদর্শই ধারণ করে চলেছি। যারা এ সোনার দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করছেন তাদের চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না।

এদিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে পূজামণ্ডপ ও মন্দিরে হামলা-ভাঙচুরের ঘটনায় ইন্ধনদাতা হিসেবে দায় স্বীকার করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফয়সাল ইনাম কমল (৩৯)। জবানবন্দিতে তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলুসহ ১৫ জনের সম্পৃক্ততার কথা বলেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম। তিনি বলেন, কমল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলুসহ ১৫ জনের সম্পৃক্ততার বিষয়ে জবানবন্দি দিয়েছেন। পূজামণ্ডপে হামলার ঘটনায় অন্য আসামিদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

ইতোমধ্যেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে সরকার। হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দেশজুড়ে আইন প্রয়োগকারী সংস্থার নজরদারি জোরদার করা হয়েছে। সোশ্যাল মিডিয়া এবং অনলাইন মিডিয়াগুলো নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুই ডজনেরও বেশি লোককে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং কাউকে তা নস্যাৎ করতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর নির্দেশে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।’

ক্ষমতাসীন দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, আওয়ামী লীগ তাদের দেশব্যাপী ইউনিটগুলোকে সতর্ক থাকতে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে যে কোনো সাম্প্রদায়িক বিশৃঙ্খলা রোধ করতে সহায়তার নির্দেশ দিয়েছে। দলটি ইতোমধ্যেই জঘন্য সহিংসতার প্রতিবাদে মঙ্গলবার দেশব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ করেছে।

প্রধানমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে গত কয়েক দিনে বেশ কয়েকজন মন্ত্রী, আওয়ামী লীগের সিনিয়র নেতা, সংসদ সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন।

এস/ডাকুয়া

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ