• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

ঢাবির গণিত ভবনের সামনে নবজাতকের মরদেহ!

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১, ০৭:০০ পিএম

ঢাবির গণিত ভবনের সামনে নবজাতকের মরদেহ!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত ভবনের সামনে থেকে একটি মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে একদিন বয়সী মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর।

তিনি জানান, ‘আমরা ৯৯৯- খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই একটি গামছা দিয়ে ঢাকা অবস্থায় একদিন বয়সী কন্যা নবজাতকের মরদেহ। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, কে বা কারা ওই নবজাতকটি ফেলে রেখে যায়। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।

নূর/ডাকুয়া

আর্কাইভ