• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

টিকার এসএমএসের জন্য ধৈর্য ধরুন : স্বাস্থ্য অধিদফতর

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১, ১১:৪০ পিএম

টিকার এসএমএসের জন্য ধৈর্য ধরুন : স্বাস্থ্য অধিদফতর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাসের টিকার জন্য রেজিস্ট্রেশন করার পরও যাদের এখনও এসএমএস আসেনি তাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। রোববার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের আয়োজিত অনলাইন বুলেটিনে মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম কথা জানান।

তিনি বলেন, টিকা নিতে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন কোটি ৫২ লাখেরও বেশি মানুষ। তাদের মধ্যে দুই কোটিরও বেশি মানুষ দুই ডোজ টিকা সম্পন্ন করেছেন। তবে যাদের নিবন্ধন হয়েছে, মোবাইল ফোনে এসএমএস এসেছে, যথাসময়ে তারা টিকা গ্রহণ করবেন।

তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি আমরা যেন টিকাকেন্দ্রগুলোতে অযথা ভিড় না করি। যারা টিকা নিতে যান, তাদের যেন আমরা অসুবিধার কারণ না হই।

অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, যতক্ষণ পর্যন্ত শতভাগ কার্যকর টিকা হাতে না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত প্রচলিত সব রকমের স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। যারা টিকা গ্রহণ করেছেন তাদের বেলাতেও একইরকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

নূর/ডাকুয়া

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ