• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

বাড্ডায় ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১, ০৭:০৯ এএম

বাড্ডায় ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর উত্তর বাড্ডায় সাতারকুল এলাকায় ফার্নিচার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

শনিবার (২৩ অক্টোবর) রাত ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি বলেন, ’ফার্নিচারের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এছাড়া কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে এদিন রাত ১০টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট যোগ দেয়। পরে আরও পাঁচটি ইউনিট কাজে যোগ দেয়।

 

ইফাত

আর্কাইভ