• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

পীরগঞ্জে হামলার অন্যতম হোতা গ্রেফতার : র‌্যাব

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১, ০৬:২৭ পিএম

পীরগঞ্জে হামলার অন্যতম হোতা গ্রেফতার : র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে হামলা অগ্নিসংযোগ ঘটনার অন্যতম হোতা সৈকত মন্ডল  সহযোগী রবিউল ইসলামকে গ্রেফতার করেছে র ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (্যাব)। শুক্রবার (২২ অক্টোবর) দিবাগত রাতে গাজীপুরের টঙ্গী থেকে তাদের গ্রেফতার করে ্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার একটি দল।

শনিবার (২৩ অক্টোবর) দুপুরে কারওয়ান বাজার ্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

এর আগে বুধবার (২০ অক্টোবর) হামলার ওই ঘটনায় উজ্জ্বল হাসান (২১) আল আমিন (২২) নামের দুই তরুণ গ্রেফতার হয়েছেন। তাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ বাড়াতে ফেসবুকে পোস্ট করে হিন্দুপল্লিতে হামলার আগে উগ্রবাদীদের উত্তেজিত করার অভিযোগ পাওয়া গেছে।

ওই দুজনের বিরুদ্ধে নতুন করে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করেছে পুলিশ। এ ছাড়াও অন্য আরেকটি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আসামি ফেসবুকে ধর্ম অবমাননাকর অভিযোগে অভিযুক্ত পরিতোষ সরকার (১৯) তাকে সোমবার (১৮ অক্টোবর) রাতে জয়পুরহাট জেলা থেকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

এর আগে মঙ্গলবার আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ফেসবুকে উসকানিমূলক মন্তব্যের বিষয়টি স্বীকার করেন পরিতোষ।

১৭ অক্টোবর রাতে ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নে মাঝিপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা চালানো হয়। ঘটনায় গ্রামটির ১৫টি পরিবারের ২১টি বাড়ির সবকিছু আগুনে পুড়ে গেছে। সব মিলিয়ে অন্তত ৫০টি বাড়িতে ভাঙচুর লুটপাট করা হয়েছে। এতে নিঃস্ব হয়েছে অনেক পরিবার।

ঘটনায় পীরগঞ্জ থানায় পুলিশের পক্ষ থেকে করা তিনটি মামলায় পর্যন্ত ৫৩ জন গ্রেফতার হয়েছেন।

টিআর/এএমকে

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ