• ঢাকা শুক্রবার
    ১০ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

পূর্বাচলে 'বঙ্গবন্ধু এক্সিবিশন সেন্টার' উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১, ০৫:২৪ পিএম

পূর্বাচলে 'বঙ্গবন্ধু এক্সিবিশন সেন্টার' উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পূর্বাচলে নবনির্মিতবঙ্গবন্ধু এক্সিবিশন সেন্টারউদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা ১১টায় এটি ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি।

কেন্দ্রটির রয়েছে নিজস্ব পানি শোধনাগার, সিএটিভি কন্ট্রোল রুম, ইন্টারনেটের জন্য ওয়াইফাই সিস্টেম, একটি আধুনিক ঝর্ণা রিমোট-কন্ট্রোলড প্রবেশদ্বার।

জানা গেছে, এখন থেকে বছরব্যাপী প্রদর্শনী কেন্দ্রটি বিভিন্ন পণ্যভিত্তিক মেলার স্থায়ী ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে। এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি) পূর্বাচল নিউ সিটি প্রজেক্ট এলাকায় এই 'বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার কন্ট্রাকশন প্রজেক্ট' গ্রহণ করে। বাংলাদেশ চীন যৌথভাবে এর অর্থায়ন করেছে।

চায়না স্টেট কন্সট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন (সিএসসিইসি) ১৩০৩.৫০ কোটি টাকা ব্যয়ে ২০ একর জায়গাজুড়ে প্রদর্শনী কেন্দ্রটি নির্মাণ করেছে। চীন এই প্রকল্পে ৬২৫.৭০ কোটি টাকা দিয়েছে। তিনি বলেন, কেন্দ্রটির ফ্লোর স্পেস ৩৩ হাজার স্কয়ার মিটার। এর মধ্যে ১৫ হাজার ৪১৮ স্কয়ার মিটারের একটি প্রদর্শনী হল রয়েছে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, গৃহায়ণ  গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা অনুষ্ঠানকেন্দ্র পূর্বাচল নিউ সিটি প্রজেক্ট এলাকায় উপস্থিত ছিলেন।

নূর/এএমকে

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ