• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

সহিংসতাকারীরা মানবতার শত্রু বললেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১, ১২:০৭ এএম

সহিংসতাকারীরা মানবতার শত্রু বললেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের বিভিন্ন জেলায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপ ও বাড়িঘরে যারা হামলা চালিয়েছে তাদের রুখতে হবে। কারণ তারা মানবতার শত্রু বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। বুধবার (২০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সেই অসাম্প্রদায়িকতার চেতনাকে সমুন্নত রাখতেই হবে।

নাছিমা বেগম বলেন, মানবাধিকারকর্মীরা মানবাধিকার সমুন্নত রাখেন। মানবাধিকার কর্মীদের অবশ্যই তাদের নিজ দায়িত্ব সম্পর্কে সজাগ থাকতে হবে। কিন্তু দুঃখজনকভাবে অনেক সময় মানবাধিকার কর্মীরা তাদের দায়িত্বের বাইরে গিয়ে কিছু কাজ করে থাকেন। তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য কাজ করেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে জাতীয় মানবাধিকার কমিশনের লোগো ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এসব বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, দেশের ক্ষুদ্র জাতিসত্তার মানুষের একটা বড় সমস্যা হলো ভূমি। তাদের নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করে ভূমিসংক্রান্ত নানা জটিলতা। এটা অস্বীকার করার উপায় নেই। এ সমস্যা সমাধানে জাতীয় মানবাধিকার কমিশন একটি কমিটি গঠন করেছে।

ক্ষুদ্র জাতিসত্তার মানুষের অধিকার নিয়ে কাজ করা সংগঠন কাপিং ফাউন্ডেশন এ সম্মেলনের আয়োজন করে। পার্বত্য চট্টগ্রামসহ সমতলের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নিয়েছেন।

 

শামীম/এম. জামান

আর্কাইভ