• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই পীরগঞ্জের ঘটনা : তথ্যমন্ত্রী

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১, ১০:৩০ পিএম

সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই পীরগঞ্জের ঘটনা : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্য নিয়েই পীরগঞ্জে পরিকল্পিত ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (১৮ অক্টোবর) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শেখ রাসেল দিবস উপলক্ষে চিরঞ্জীব মুজিবচলচ্চিত্রের টিজার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী।

কুমিল্লাসহ বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটছে। সরকার এ বিষয়ে কী করছে? এমন প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘এটি রাজনৈতিক উদ্দেশ্যে দেশকে অস্থিতিশীল করতে এবং সরকারকে বেকায়দায় ফেলতে করা হয়েছে, এটি খুবই স্পষ্ট। সরকার কিন্তু কঠোর হস্তে দমন করেছে।’

বাংলাদেশে একটি গোষ্ঠী সাম্প্রদায়িক রাজনীতি করে জানিয়ে সরকারের এ মন্ত্রী বলেন, ‘কুমিল্লায় যে ঘটনাটি ঘটানো হয়েছে, সেটি আবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। ডালপালাও ছড়ানো হয়েছে।’

তিনি বলেন, ‘এটি দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য করা হয়েছে। যারা দেশে এ ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে... এই বিএনপি-জামায়াতসহ ধর্মান্ধ গোষ্ঠী তারা বিভিন্ন সময়ে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি করেছে।’

রংপুরের পীরগঞ্জে প্রধানমন্ত্রীর আসনে এ ধরনের ঘটনা দলীয়ভাবে কীভাবে দেখছেন? জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘পীরগঞ্জকে বেছে নেওয়া খুবই স্বাভাবিক। কারণ তারা এমন একটি জায়গা বেছে নিয়েছে, যাতে সরকারকে প্রশ্নবিদ্ধ করা যায়। সে উদ্দেশ্য নিয়েই পীরগঞ্জে এ ঘটনা ঘটানো হয়েছে। যখন ঘুটঘুট অন্ধকার, তখন কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হলো।’

তিনি বলেন, ‘চাঁদপুরে যারা এই বিশৃঙ্খলা করেছে তাদের নিবৃত্ত করতে পুলিশ গুলি চালিয়েছে। আমাদের এই পদক্ষেপ ভারতের অনেক পত্র-পত্রিকায় প্রশংসা করেছে। সরকার নিজ অবস্থান থেকে যতটুকু সম্ভব করছে। আমি আজ আপনাদের মাধ্যমে দেশের সব গণতান্ত্রিক শক্তি ও অসাম্প্রদায়িক শক্তির প্রতি অনুরোধ জানাই, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য।’

হাছান মাহমুদ বলেন, ‘আমাদের দলের সব নেতাকর্মীকে এরই মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। তারা সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে। আরও বহু জায়গায় এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু দলের নেতাকর্মীরা পাশে থাকায় সেটা সম্ভব হয়নি। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কিন্তু আরও ঘটানোর পরিকল্পনা আছে।’ সেজন্য সবাইকে সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ জানান মন্ত্রী।

জেডআই/এম. জামান

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ