• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

‘প্রধানমন্ত্রীর রূপরেখাতেই ঢাকামুখী অভিবাসন রোধ সম্ভব’

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১, ০২:১৮ এএম

‘প্রধানমন্ত্রীর রূপরেখাতেই ঢাকামুখী অভিবাসন রোধ সম্ভব’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রীর রূপরেখার আলোকেই ঢাকামুখী অভিবাসন রোধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। শনিবার (১৬ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত পানি সরবরাহ, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) সেক্টরে ৫০ বছরের অর্জন ও ভবিষ্যৎ করণীয়শীর্ষক এই সেমিনারের আয়োজন করে স্থানীয় সরকার বিভাগ ও ওয়াটার এইড বাংলাদেশ।

ডিএসসিসির মেয়র বলেন, ঢাকা আজ দুই কোটি ১০ লাখ মানুষের শহর। ২০৩০ সালে এটা তিন কোটি হবে, ২০৪১ সালে পাঁচ কোটি হবে। তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। আমাদের আগে দুই কোটি ১০ লাখ মানুষের সব নাগরিক সুবিধা, উন্নত ঢাকার সুবিধা নিশ্চিত করতে হবে। সেজন্য আমাদের দেশের গ্রামগুলোতে চাকরি, কর্মসংস্থান ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। যখন ঢাকার দিকে এ গতি (গ্রাম থেকে শহরে অভিবাসন) রোধ করতে পারব, তখনই আমরা ২০৩০ সালে ঢাকার দুই কোটি ১০ লাখ মানুষের যথার্থ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারব। কিন্তু আমরা যদি ধরেই নিই যে, ঢাকার দিকে এ অভিবাসনের গতি চলতে থাকবে, তাহলে আমরা যতই পরিকল্পনা করি না কেন ২০৩০ সালে গিয়ে দেখা যাবে আমাদের কোনো পরিকল্পনা কার্যকর হয়নি। 

শেখ ফজলে নূর তাপস বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রাম হবে শহরযে পথনকশা আমাদের দিয়েছেন, তা যদি সঠিকভাবে, সুনির্দিষ্ট সময়ের মধ্যে আমরা বাস্তবায়ন করতে পারি, তবে অভিবাসনের এ গতি রোধ করা সম্ভব হবে। ২০৩০ সালের মধ্যে ঢাকাবাসীর জন্য উন্নত নাগরিক সেবা নিশ্চিত করা যাবে।”

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। 

 জেডআই/এম. জামান

আর্কাইভ