• ঢাকা বুধবার
    ০১ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩১

বিসর্জনের মধ্যদিয়ে কৈলাসে ফিরলেন দেবী দুর্গা

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১, ০৭:৩০ পিএম

বিসর্জনের মধ্যদিয়ে কৈলাসে ফিরলেন দেবী দুর্গা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ষষ্ঠী তিথিতে দেবী বন্দনা দিয়ে যে উৎসবের সূচনা করেছিল মর্ত্যের সন্তানরা, বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনে মধ্য দিয়ে শেষ হলো সেই উৎসব। অশ্রুশিক্ত নয়নে দেবী দুর্গাকে বিদায় দিলেন সনাতন ধর্মাবলম্বীরা। শুক্রবার (১৫ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। বিকেল ৪টা থেকে শুরু হবে প্রতিমা বিসর্জন।

এর মধ্য দিয়ে কৈলাসের দেবালয়ে ফিরলেন মহিষাসুরমর্দ্দিনী। মর্ত্যে 'বাবার বাড়ি' বেড়ানো শেষ দেবী দুর্গার। আবার ফিরবেন আগামী বছর।

ঢাকা মহানগরের বিভিন্ন পূজামণ্ডপ থেকে রাজধানীর সদরঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন দিতে আসেন সনাতন ধর্মাবলম্বীরা। করোনার মতো বিশ্বজুড়ে অমঙ্গল থাকায় বিজয়া দশমী শোভাযাত্রার পরিবর্তে এবার প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বিকেল সাড়ে ৪টায় সারা দেশের মতো ঢাকেশ্বরী মন্দির কেন্দ্রীয় পূজামণ্ডপ থেকে প্রতীকী প্রতিমা বিসর্জন দিতে সদরঘাট যান পূজা উদযাপনের সঙ্গে সংশ্লিষ্টরা।

রাজধানীর অন্যান্য পূজামণ্ডপ থেকে প্রতিমা নিয়ে আসায় ঘাট এলাকায় সারি সারি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিভিন্ন স্থান থেকে দুপুর ৩টার পর ট্রাক ও ভ্যানে করে সদরঘাটে প্রতিমা নিয়ে আসেন সনাতন ধর্মাবলম্বীরা।

এসময় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা দেখা যায়। বিকেল থেকে সদরঘাট এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা। এছাড়া প্রতিমা বিসর্জনের সময় কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক উদ্ধার তৎপরতার জন্য ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দলও উপস্থিত থাকে।

এরপর প্রতিমা নিয়ে আসা সারি সারি ট্রাক থেকে পর্যায়ক্রমে সেগুলো নৌকায় করে নদীতে নিয়ে যাওয়া হয়। সেখানে দেওয়া হয় বিসর্জন।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর রঞ্জন মণ্ডল জানান, শেষ হলো দুর্গোৎসব। তবে  গত কয়েকদিনের ঘটনায় কিছুটা উদ্বিগ্ন তারা।

টিআর/ডাকুয়া

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ