• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

পল্লবী থেকে আবার দুই স্কুলছাত্রী নিখোঁজ

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১, ০৬:৩৮ পিএম

পল্লবী থেকে আবার দুই স্কুলছাত্রী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পল্লবীতে ৩ কলেজ বান্ধবীর উধাও হওয়ার পর উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার শিক্ষার্থী নিখোঁজের ঘটনা ঘটেছে। এবার একই পরিবারের দুই স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। তাদের মধ্যে একজন ১০ম শ্রেণি ও অপরজন ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

শুক্রবার (১৫ অক্টোবর) সকাল ৮টায় পল্লবী একটি সড়ক থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় এক ছাত্রীর বাবা শুক্রবার পল্লবী থানায় জিডি করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন শুক্রবার সকাল ৮টা থেকেই তার মেয়ে ও তার ভাগনি নিখোঁজ হয়েছে। 

নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাসা থেকে বের হওয়ার আগে নিখোঁজ দুই শিক্ষার্থী পরিবারের উদ্দেশে একটি চিরকুট লিখে গেছেন। পারিবারিক সম্মানহানির ভয়ে এ চিরকুটের কথা গণমাধ্যমে বলতে নারাজ নিখোঁজের পরিবার।

জিডির তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার এসআই সাইফুল বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। বাসার সিসি ক্যামরা ও ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনার কোনো সূত্র পাইনি। চেষ্টা করছি।

 

শামীম/ডাকুয়া

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ