• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

বাংলাদেশকে আরও করোনা টিকা দেবে জাপান

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ০৪:০৩ পিএম

বাংলাদেশকে আরও করোনা টিকা দেবে জাপান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে আরও করোনাভাইরাসের প্রতিষেধক টিকা দেবে জাপান। চলতি বছরের নভেম্বরের মধ্যে এসব টিকা হাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি এ কথা জানান। করোনার মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন তিনি।

এর আগে গত ২ অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশের মোট জনসংখ্যার ২০ শতাংশ মানুষের জন্য কোভ্যাক্স থেকে টিকা দেওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে ৪০ শতাংশ করা হয়েছে। সে হিসাবে ৬ কোটি ৮০ লাখ ডোজের পরিবর্তে কোভ্যাক্স থেকে ১৩ কোটি ৬০ লাখ টিকা পাবে বাংলাদেশ।

গত বছরের ২৫ নভেম্বর কোভিড-১৯ এবং স্বাস্থ্য বিষয়ক হালনাগাদ তথ্য অবহিতকরণ সভাশীর্ষক অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছিল, কোভ্যাক্স সুবিধার আওতায় ৬৮ মিলিয়ন বা ৬ কোটি ৮০ লাখ ডোজ করোনার টিকা পাবে বাংলাদেশ। বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে সেই টিকার সংখ্যা দ্বিগুণ করে কোভ্যাক্স।

জেডআই/এম. জামান

আর্কাইভ