নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সারাদেশেই আজ (শুক্রবার) পালিত হচ্ছে ঈদুল ফিতর। উৎসবের এ দিনে যখন সবাই আনন্দে মেতেছেন ঠিক তখনই দূরপাল্লার বাস খুলে দেয়ার দাবিতে রাজধানীর বিভিন্ন টার্মিনালে অবস্থান কর্মসূচি পালন করছেন সড়ক পরিবহন মালিক ও শ্রমিকরা।
শুক্রবার (১৪ মে) সকাল ১০টার দিকে ঈদের নামাজ শেষে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে অবস্থান নেন তারা।
সড়ক পরিবহন মালিক ও শ্রমিকদের দাবি- তাদের ভাত, কাপড়, আর্থিক অনুদান ও টার্মিনালে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করতে হবে। এ ছাড়া গাড়ি চালানোর সুযোগ চেয়েও দাবি জানিয়েছেন তারা।
সকাল ১০টায় রাজধানীর মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনালে পরিবহন শ্রমিকরা কর্মসূচি পালনে অবস্থান নেয়। সায়দাবাদে ঢাকা মহানগর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ব্যানারে কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন সংগঠনটির সভাপতি হাজী আলী সুবা।
এএএম
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন