• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে সব পূজামণ্ডপ : ডিএমপি কমিশনার

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১, ১১:৫৬ এএম

নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে সব পূজামণ্ডপ : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশব্যাপী আগামীকাল থেকে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই পূজাকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ইতোমধ্যেই পূজামণ্ডপগুলোকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শ‌ফিকুল ইসলাম। রোববার (১০ অক্টোবর) সকালে রাজধানীর ঢা‌কেশ্বরী ম‌ন্দি‌রের নিরাপত্তা প্রস্ত‌ু‌তি প‌রিদর্শন শে‌ষে এসব কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘পূজামণ্ডপগুলোতে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানানোর ব্যাপারে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। ইতোমধ্যেই পূজামণ্ডপগুলোকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। উগ্রবা‌দীরা নানা প্রচারণা চালা‌লেও পূজা উপল‌ক্ষে জ‌ঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই।’‌

এস/এম. জামান

আর্কাইভ