প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১, ০৩:৪১ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ড. আফসার আহমেদ (৬২) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৯ অক্টোবর) বেলা ১টায় জাতীয় হৃদরোগ হাসপাতালে তার মৃত্যু হয়।
অধ্যাপক
ড. আফসার আহমেদ ১৯৫৯ সালের ৩০ সেপ্টেম্বর মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার উত্তর জামশা
গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর উভয়
পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন।
জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয় মধ্যযুগের বাংলা আখ্যান কাব্যের আলোকে বাংলাদেশের নৃগোষ্ঠী নাট্য শীর্ষক
অভিসন্দর্ভের জন্য তাকে পিএইচডি প্রদান করে।
আফসার
আহমদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু
করেন। পরবর্তীকালে রবীন্দ্রোত্তর কালের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার ড. সেলিম আল-দীনের
সঙ্গে ১৯৮৬-৮৭ শিক্ষাবর্ষে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা
করেন।
প্রতিষ্ঠাকাল
থেকে তিনি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে শিক্ষকতায় নিয়োজিত থেকে ওই বিভাগের সভাপতি,
বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন, প্রক্টর, সিনেট-সিন্ডিকেটের নির্বাচিত সদস্য
হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন)
হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক আফসার আহমেদ।
নূর/এএমকে/এম. জামান