• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

বনানীর লাখনৌ রেস্টুরেন্টকে জরিমানা

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১, ০২:৫২ এএম

বনানীর লাখনৌ রেস্টুরেন্টকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিবন্ধন না করেই অভিজাত এলাকাগুলোতে চলছে রেস্টুরেন্টের রমরমা ব্যবসা। অনেক রেস্টুরেন্টে মানছে না আবার নির্ধারিত স্বাস্থ্যসম্মত পরিবেশ সংরক্ষণ প্রক্রিয়া। এমন অসঙ্গতির অভিযোগে রাজধানীর বনানীর লাখনৌ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বুধবার ( অক্টোবরনিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উছেন মে নেতৃত্বে অভিযান চালানো হয়। সময় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয় এবং ঘটনাস্থলে তাৎক্ষণিক আদায় করা হয়।

এরপর রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুত বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়।

অভিযানে সার্বিক সহায়তায় ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং অফিসার মো. আসলাম উদ্দিন অন্যান্য সহকারী এবং আনসার সদস্যরা।

 

ইফাত

আর্কাইভ