• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

রাজধানীতে স্বস্তির বৃষ্টিতে জলাবদ্ধতা

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ০৩:২৮ পিএম

রাজধানীতে স্বস্তির বৃষ্টিতে জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গেল কয়েক দিনের ভ্যাপসা গরমের পর রাজধানীতে ঝরেছে স্বস্তির বৃষ্টি। বর্ষা বিদায়ের কালের এই বৃষ্টি আবার অস্বস্তি বাড়িয়েছে জলাবদ্ধতার কারণে। জলাবদ্ধতা থেকেই সৃষ্টি হয়েছে জানজটের।

বুধবার (৬ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বর্ষণ হয়েছে ৩১ দশমিক ৮৭ মিলিমিটার। ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে অনেক এলাকায়।

আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসেই বর্ষা বিদায় নেবে। চলতি মাসে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আভাস রয়েছে।

সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা থাকলেও বুধবার (৬ অক্টোবর) দুপুরের দিকেই বৃষ্টি নামে। বিক্ষিপ্তভাবে শুরু হয় মুষলধারে বৃষ্টি। জলাবদ্ধতার কারণে সৃষ্টি হয় যানজট।

এদিকে বৃষ্টির সঙ্গে দমকা বাতাসে পাওয়া যায় হিমেল আবেশ, যেন শীতের আগমনী বার্তা জানাচ্ছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল পর্যন্ত রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের দু'-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৮-১২ কিমি.।

এদিকে বুধবার দুপুর পর্যন্ত সবচেয়ে বেশি বর্ষণ হয়েছে রংপুর বিভাগে।

জেডআই/ডাকুয়া

আর্কাইভ