• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত : তথ্যমন্ত্রী

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ১২:২৫ পিএম

সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ধর্মকে ভুলভাবে উপস্থাপন করার কারণে বিভিন্ন দেশে হানাহানির ঘটনা ঘটে থাকে। এ সময় সব ধর্মের প্রতিই শ্রদ্ধাশীল হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর বনানীর পূজামণ্ডপে শুভ মহালয়ার অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীতে আমরা দেখতে পাই ধর্মের অনেক অপব্যাখ্যা করা হয় এবং অপব্যাখ্যা করে মানুষকে ভুল পথে পরিচালিত করার অপচেষ্টাও করা হয়। সেই কারণে পৃথিবীর বিভিন্ন জায়গাতে নানা ধরনের হানাহানি সৃষ্টি হয়, কিন্তু কোনো ধর্ম এ হানাহানির কথা বলে না, সমর্থন করে না।    

মহালয়ার মধ্যদিয়ে শুরু হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এ দিন থেকেই শুরু হয় দেবীপক্ষের। দেবী দুর্গাকে বরণ করতে মন্দিরে মন্দিরে চলে নানা আয়োজন।

উলুধ্বনি আর চণ্ডীপাঠের মাধ্যমে আনন্দময়ীকে আবাহন জানানো হলো। শুরু হলো ভক্তদের ক্ষণগণনা। বোধনের মধ্য দিয়ে শুরু হবে আড়ম্বরপূর্ণ দেবীদুর্গা পূজা। এ উপলক্ষে রাজধানীর বিভিন্ন মণ্ডপে আয়োজন করা হয় পূজার। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এস/এএমকে/ডাকুয়া

আর্কাইভ