• ঢাকা বৃহস্পতিবার
    ২৮ নভেম্বর, ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১

মমতাকে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১, ০১:৩৯ পিএম

মমতাকে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভারতের পশ্চিমবঙ্গের উপনির্বাচনে মুখ্যমন্ত্রী পদে রেকর্ড ভোটে জয়ী হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন। সোমবার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পারস্পরিক মঙ্গল ও উন্নয়নের স্বার্থে আগামী দিনগুলোতে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ এবং পরিপূরক হবে বলে মমতাকে লেখা এক অভিনন্দন বার্তায় ড. মোমেন প্রত্যাশা ব্যক্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘টানা তৃতীয় মেয়াদে ভবানীপুর নির্বাচনী এলাকায় বিপুল বিজয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি পশ্চিমবঙ্গের জনগণের অব্যাহত আস্থা ও সুগভীর বিশ্বাসের প্রতিফলন।’ মমতার যোগ্য নেতৃত্বে পশ্চিমবঙ্গের জনগণের সার্বিক উন্নতি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন ড. মোমেন।

চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য ও অব্যাহত সাফল্য কামনা করেন এবং আসন্ন পূজার শুভেচ্ছা জানান।

 

শামীম/এম. জামান

আর্কাইভ