• ঢাকা বুধবার
    ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

ই-কমার্সের বিজ্ঞাপনে রাখতে হবে সতর্কবার্তা

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১, ০৬:২৭ পিএম

ই-কমার্সের বিজ্ঞাপনে রাখতে হবে সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এখন থেকে ই-কমার্স প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে প্রতারণা ঠেকানোর জন্য বাধ্যতামূলক সতর্কবার্তা রাখতে হবে। এমন এক নির্দেশনা জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। রোববার (৩ অক্টোবর) এক সরকারি তথ্যবিবরণীতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, ‘অনলাইন কেনাকাটায় প্রতারণা হতে সাবধান থাকুন- বাণিজ্য মন্ত্রণালয়’ শীর্ষক সতর্কীকরণ বার্তাটি ইলেক্ট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অনলাইন কেনাকাটার বিজ্ঞাপনের শেষে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

যেসব প্রতিষ্ঠান এ নিয়ম ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয় বিষয়টি দেখভাল করবে।

এর আগে গত সপ্তাহে বাধ্যতামূলকভাবে অনলাইন বিজ্ঞাপনে সতর্কবার্তা প্রচারের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে চিঠি পাঠায় বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল।

এস/এম. জামান

আর্কাইভ