• ঢাকা সোমবার
    ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

তেজগাঁওয়ে বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ২, ২০২১, ১২:৩৯ পিএম

তেজগাঁওয়ে বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরী বাজারে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন মারা গেছেন এক শিক্ষার্থী। মৃত ওই শিক্ষার্থীর নাম জিতু (২৮)। শুক্রবার (১ অক্টোবর) রাত সাড়ে তিনটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) মারা যান তিনি। এ ঘটনায় ইয়াসিন নামের আরও একজন আইসিইউতে চিকিৎসাধীন। তার শরীরে ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইয়ুব হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, জিতুর শরীরের ৬৫ শতাংশ দগ্ধ ছিল।

এর আগে শুক্রবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে রাজধানীর তেজগাঁও এলাকার ২৭/এ পূর্ব তেজতুরী বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় ২ শিক্ষার্থী আহত হন। আহতরা হলেন ইয়াসিন ও জিতু। আহতদের মধ্যে জিতুর ৬৫ শতাংশ এবং ৫০ শতাংশ দগ্ধ হয়।

তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি দেখলে তাদের আইসিইউতে নেওয়া হয়।

বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক দ্রব্য জাতীয় কিছুর সন্ধান পায়নি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। সিটিটিসি জানায়, বিস্ফোরণের ঘটনাটি অন্য কোনো কারণে হতে পারে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আহতদের সঙ্গে কথা বলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

 

ইফাত/ডাকুয়া

আর্কাইভ