• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

বনানীতে ছয়তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: মে ১১, ২০২১, ০১:৪০ পিএম

বনানীতে ছয়তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বনানীতে একটি ছয়তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার। তিনি বলেন, মঙ্গলবার (১১ মে) দুপুর ১২টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে মঙ্গলবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে ১১ নম্বর রোডের খান প্লাজা নামক ভবনটিতে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের পরিচালক মো. শাহজাহান শিকদার।

তিনি বলেন, ‘বেলা ১১টা ৪২ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

সবুজ/এএমকে
আর্কাইভ