নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপন করা হবে বঙ্গবন্ধুর ২৬ ফুট উচ্চতার ভাস্কর্য। ২৩ ফুট উচ্চতায় হানাদারদের ভাস্কর্য স্থাপন করা হবে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং লালন-পালন করার লক্ষে উদ্যানে কাজ চলছে।
মঙ্গলবার (১১ মে) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে চলমান 'স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (৩য় পর্যায়)’ শীর্ষক প্রকল্প বিষয়ে সংবাদ সম্মেলেনে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, বিএনপি এখানে শিশুপার্ক করেছিল ইতিহাস নষ্ট করার জন্য। আমরা শিশু পার্ক করব ইতিহাস সংরক্ষণের জন্য। প্রকল্প বাস্তবায়ন করা হলে এখানে প্রতিদিন নিজ খরচে ২০০০ শিশুদের আনা হবে। তাদের দেশের সঠিক ইতিহাস তুলে ধরা হবে। প্রতিদিন গড়ে ৫০ হাজার মানুষ পরিদর্শনে আসবেন। এসব মানুষের আসা-যাওয়া সহজ করার জন্য ৫০০ গাড়ি রাখারও ব্যবস্থা করা হবে।
আ ক ম মোজাম্মেল হক বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে এখন পর্যন্ত ৫০টি গাছ কাটা হয়েছে, আরও ৫০টি গাছ কাটা হতে পারে। তবে খামখেয়ালীভাবে যদি কোনো গাছ কাটা হয়ে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এখানে ক্ষতি পোষাতে ১০ গুণ গাছ লাগানো হবে।
মন্ত্রী বলেন, পাকিস্তানে ২৩ বছরের ইতিহাস এবং ১৯৭১ সালের ৯ মাসের যুদ্ধের ইতিহাস তুলে ধরা হবে।
স্বাধীনতা অর্জনে ইতিহাস সম্বলিত ভাস্কর্য স্থাপন, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন, আত্মসমর্পণের স্থানে ভাস্কর্য স্থাপন, ইন্দিরা মঞ্চ স্থাপন, ওয়াটার বডি ও ফাউন্টেইন নির্মাণ, মহিলা, শিশু ও প্রতিবন্ধীদের পৃথক টয়লেট সুবিধাসহ শিশুপার্ক নির্মাণ করা হবে।
তিনি আরও বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে গৃহীত মহাপরিকল্পনা বাস্তবায়নে সেখানে ছোট-বড় কিছু সংখ্যক গাছ কর্তন করা হলেও প্রথম পর্যায়ে প্রায় এক হাজার গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটি যেহেতু উদ্যান, তাই গাছ কাটার ১০ গুণ বেশি গাছ লাগানো হবে।
তরিকুল/সিআর/এএমকে
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন