• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ইভ্যালির রাসেলের আরও ৫ দিনের রিমান্ড চায় পুলিশ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১, ০৪:৫৩ পিএম

ইভ্যালির রাসেলের আরও ৫ দিনের রিমান্ড চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলকে আরও এক মামলায় পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ধানমন্ডি থানায় রাসেলকে হাজির করে এই রিমান্ড চায় পুলিশ।

থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, ‘ইভ্যালির রাসেলের বিরুদ্ধে আরও একটি মামলা করেন এক ভুক্তভোগী গ্রাহক। সেই মামলায় রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

এর আগে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) গুলশান থানায় অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলা করেন আরেক গ্রাহক। ওই দিন বিকেলে রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেফতার করে র‌্যাব। গুলশান থানায় প্রতারণার দায়ে রাসেল দম্পতিকে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। পরে আদালতে হাজির করা হয়। এরইমধ্যে তাদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় আরেক বিনিয়োগকারী ৩৬ লাখ টাকার প্রতারণার অভিযোগ এনে মামলা করেন। আদালত সেই মামলায় রাসেলের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এস/এএমকে/ডাকুয়া

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ