• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

আবারও সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১, ০৩:০৬ পিএম

আবারও সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

দেশজুড়ে ডেস্ক

কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এসেছে ৫ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় সৈকতের তেত্রিশকানি পয়েন্টে শুশুক প্রজাতির এ ডলফিনটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

কমিটির সদস্যরা জানান, ডলফিনটির শরীরের উপরিভাগের বিভিন্ন অংশের চামড়া উঠে গেছে। অন্যান্য সময়ের উদ্ধার হওয়া মৃত ডলফিনের মতো এটি অর্ধগলিত ছিল না। তবে ডলফিনটির মাথায় আঘাতের চিহ্ন ছিল। এসব তথ্য কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির। তাদের মতে, জেলেদের আঘাতে এটির মৃত্যু হয়েছে।

ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, এর আগে গত ১৬ সেপ্টেম্বর সৈকতে একটি মৃত ডলফিন পাওয়া যায়। চলতি বছর ১৯টি মৃত ডলফিন ভেসে এসেছে। পটুয়াখালী বন বিভাগের সহকারী বন কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, মৃত্যুরহস্য উদ্ঘাটনে ডলফিনটির ময়নাতদন্ত করা হবে। ঘটনাস্থলে বন বিভাগের একজন বিট অফিসারকে পাঠানো হয়েছে।

এস/এএমকে/এম. জামান

আর্কাইভ