• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা এসেছে

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১, ১১:৫৩ এএম

সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা এসেছে

বিনোদন প্রতিবেদক, ঢাকা

চীনের সিনোফার্মের আরও ৫০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। বুধবার (২২ সেপ্টেম্বর) রাত দুইটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এ টিকার চালান এসে পৌঁছায়।

স্বাস্থ্য অধিদফতরের প্রধান স্বাস্থ্যবিষয়ক সমন্বয়ক ডা. আবু জাহের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভ্যাকসিনগুলো গ্রহণ করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশে চলতি বছরের ২৭ জানুয়ারি করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

বুধবার পর্যন্ত রাজধানীসহ সারা দেশে মোট টিকা গ্রহীতার সংখ্যা ৩ কোটি ৯০ লাখ ৩১ হাজার ৮৯৬ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ২ কোটি ৩৫ লাখ ১৩ হাজার ৩৬২ জন। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১ কোটি ৫৫ লাখ ১৮ হাজার ৫৩৪ জন।

এছাড়া বুধবার পর্যন্ত টিকার নিতে আগ্রহী মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়ায় ৪ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৪৫০ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৪ কোটি ২৮ লাখ ৪৬ হাজার ৭৫৯ জন ও পাসপোর্টের মাধ্যমে ৫ লাখ ৯৮ হাজার ৬৯১ জন নিবন্ধন করেন।

শামীম/ডাকুয়া

আর্কাইভ