• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ১

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১, ১২:৩০ পিএম

বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কাভার্ডভ্যানের ধাক্কায় ইসমাইল হোসেন নামে এক দোকান কর্মচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর বনানী সেতু ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সেতু ভবনের সামনে একটি পিকআপ ভ্যানকে পিছন দিক থেকে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। এতে ওই পিকআপের পেছনে থাকা দুই ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে ৫টার দিকে ইসমাইলকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ইসমাইলের সঙ্গী জনি (৩০) আহত হন।

নিহত ইসমাইলের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ থানায়। দুই ছেলের জনক ছিলেন তিনি। ধোলাইখালের একটি মোটরপার্টসের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

নূর/ডাকুয়া

আর্কাইভ