• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

পাটুরিয়া দিয়ে রাতে চলছে পণ্যবাহী ট্রাক

প্রকাশিত: মে ৯, ২০২১, ০৮:৪৮ পিএম

পাটুরিয়া দিয়ে রাতে চলছে পণ্যবাহী ট্রাক

মানিকগঞ্জ প্রতিনিধি

সরকারি বিধিনিষেধের কারণে দিনের বেলায় বন্ধ থাকছে পাটুরিয়া ফেরিঘাট। তবে সন্ধ্যা ৬টার পর থেকে খুলে দেয়ায়, চলাচল শুরু করছে পণ্যবাহী ট্রাক।

রোববার (৯ মে) সন্ধ্যায় বিষিয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি’র ডিজিএম জিল্লুর রহমান। 

তিনি জানান, দিনের বেলায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ থাকলেও তিনটি ফেরি দিয়ে শুধু লাশবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স ও পচনশীল জরুরি পণ্যবাহী কিছু ট্রাক পারাপার হয়।  ঘাটে জমে থাকা পণ্যবাহী ট্রাকগুলো সন্ধ্যার দিকে পার করে দেয়া হচ্ছে।

তিনি আরও জানান, বর্তমানে পাটুরিয়া ঘাটে ১৬টি ফেরিতে ট্রাক পারাপার করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দেড়শ’ ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে।

টিআর/এম. জামান
আর্কাইভ