• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

মঙ্গলবার থেকে ৭২ ঘণ্টা কর্মবিরতির ডাক

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২১, ০৮:১৪ পিএম

মঙ্গলবার থেকে ৭২ ঘণ্টা কর্মবিরতির ডাক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ৭২ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান, প্রাইমমুভার পরিবহন মালিক অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে ২৪ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টা সব ধরনের পণ্যবাহী যানবাহন চলবে না বলে জানায় সংগঠনটি।

এক কর্মসূচির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি তালুকদার মোহাম্মদ মনির৷

সময় তিনি বলেন, ‘মোটরযান মালিকদের ওপর আরোপিত অগ্রিম আয়কর প্রত্যাহারসহ ১৫ দফা দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়া হবে।

১৫ দাবির মধ্যে রয়েছে- মোটরযান মালিকদের ওপর আরোপিত অগ্রিম আয়কর (এআইটি)-এর ওপর চাপিয়ে দেওয়া বর্ধিত আয়কর অবিলম্বে প্রত্যাহার করতে হবে। যেসব চালক ভারী মোটরযান চালাচ্ছেন তাদের সবাইকে সহজ শর্তে এবং সরকারি ফি বিনিময়ে অবিলম্বে ভারী ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে হবে। ড্রাইভিং লাইসেন্সের নবায়নের ক্ষেত্রে পুনরায় হয়রানিমূলক ফিটনেস পরীক্ষা পদ্ধতি বাতিল করতে হবে।

ছড়াও পণ্য পরিবহন খাতের ট্রাক কাভার্ডভ্যান প্রাইমমুভার ট্রেলার পরিস্থিতি সরকার নিবন্ধিত শ্রমিক ইউনিয়নগুলো গঠনতন্ত্রসম্মত কল্যাণ তহবিল সংগ্রহের ওপর কোনো অজুহাতে বিধিনিষেধ আরোপ করা চলবে না। চট্টগ্রাম প্রাইমমুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রার নম্বর ২০৮৮ কৃত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সমীপে পেশ করা প্রস্তাব বা সুপারিশগুলো অবিলম্বে বাস্তবায়ন করতে হবে বলে দাবি তাদের।

নূর/এম. জামান

আর্কাইভ