• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সারা দেশে করোনার ৩ কোটি ৭৩ লাখ ডোজ টিকা প্রয়োগ

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২১, ১২:১৫ পিএম

সারা দেশে করোনার ৩ কোটি ৭৩ লাখ ডোজ টিকা প্রয়োগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারা দেশে রোববার (১৯ সেপ্টেম্বর) পর্যন্ত করোনা টিকার ৩ কোটি ৭৩ লাখ ১৫ হাজার ৭টি ডোজ প্রয়োগ করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এরমধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ২ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫৬৫ জন। দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৪৮ লাখ ২০ হাজার ৪৪২ জন।

প্রথম ডোজ টিকাগ্রহণকারীর মধ্যে পুরুষ ১ কোটি ২৭ লাখ ১ হাজার ৬৬০ জন, আর নারী ৯৭ লাখ ৯২ হাজার ৯০৫ জন। দ্বিতীয় ডোজ টিকাগ্রহণকারীর মধ্যে পুরুষ ৮৫ লাখ ৮০ হাজার ৮২ জন, আর নারী ৬২ লাখ ৪০ হাজার ৩৬০ জন।

 এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা ‘কোভিশিল্ড’ প্রয়োগ হয়েছে ১ কোটি ২৪ লাখ ২৭ হাজার ৮৬৬ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ১ লাখ ৩১১ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৩৬ হাজার ৭৮ ডোজ। মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৪৯ লাখ ৫০ হাজার ৭৫২ ডোজ।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, রোববার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪ কোটি ২৫ লাখ ৯৫ হাজার ১৫০ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৪ কোটি ২০ লাখ ৮ হাজার ৮৭৬ জন, এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৫ লাখ ৮৬ হাজার ২৭৪ জন নিবন্ধন করেছেন।

 

শামীম/ডাকুয়া

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ